রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭

অপেক্ষা আনোয়ার আলি শেখ কবে ফণি চাচা দখিন খাটতে গেছে আজও ফেরেনি । যাবার সময় বলে গিয়েছিল, দখিন সেরে যা জুটবে তা-ই দিয়ে সোমত্ত মেয়েটার বিয়ে দেবে কারবালার দিন । দুপুরের মাতম্... সবাই বাঁধভাঙা উল্লাস করছে মিনু চাচী  ...   চাচার প্রতীক্ষায় দরজায় মাইলস্টোন হয়ে দাঁড়িয়ে ! বুকফাটা কান্নায় ভেসে যাচ্ছে আইবুড়ো মেয়ের বুক !!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন