নয়নমণি
আনোয়ার আলি শেখ
মাটির গন্ধে সুর ধ্বনি
ভালোবাসার দোয়া
মা যে সবার নয়নমণি
স্নেহ-রোদের ছোঁয়া।
ফুলের ভাষা খুঁজছি চোখে
মমতায় ঢাকা বুক
পাঁজর ফাটে; বেদনা,শোকে...
লজ্জাবনত মুখ।
একটা পৃথিবী সঞ্জীবনী
জীবনের রক্ষাগুরু
মা যে সবার নয়নমণি
সোনালি দিনের শুরু...
লতাপাতার আদর হাসে
জলে ভাসায় দুথ
স্বপ্ন ওড়ায় নীল আকাশে
মুঠো মুঠো কচি সুখ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন