মহরমের স্বাদ
আনোয়ার আলি শেখ
যুদ্ধ যুদ্ধই
যুদ্ধের সংজ্ঞা বদল হয় না
মৃত্যু মিছিলের গতিপথ...
ভগ্নাংশ পৃথিবীর হর বরাবর ধার্মিক হরতাল।
হিংসুটে তরবারি। আজও তার কামড়ের নীরব উপাখ্যান । নীল স্বাদ।
রাতজাগা পাখির মতো জেগে ওঠে চিরজীবী ধর্মযুদ্ধের অভিজ্ঞ ছবি।
একটা গোটা দুপুর ক্ষয়ে যেমন বিকেলের চক্ষুদান হয় তেমনি বিপরীতক্রমে সংখ্যাহীন মূলদ জীবন সংজ্ঞাহীন হয়ে পড়ে
কারবালার দিন। নিখুঁত যোজ্যতা ও আধানে ফোটে দুই ইমামের শরীরী প্রবাহ ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন