রবিবার, ৭ মে, ২০১৭

নির্ভেজাল নতজানু আনোয়ার আলি শেখ # বৃক্ষের কোটরে জোড়া শরীর পা দোলায় পৃথিবীর আদিম উষ্ণতা চিবিয়ে থেঁতো করে কালো মেঘের কপালে নির্যাতিতা বৃষ্টি চিহ্ন চেতনার ব্যাস বল্কল পরিহিতা স্বপ্ন বৃক্ষের জ্যা # আমি জানি কতটুকু অধিকার জুড়লে অনধিকার নীরবতা ভেঙে কথা কয়ে ওঠে # প্রভু আমার পাঁচ ওয়াক্ত জীবনের নির্ভেজাল নতজানু ধর্ম ও বর্মের মুখোমুখি দাঁড়িয়ে শিরায় আজানের স্রোত এই আত্মশুদ্ধিচর্চা এক-একটা আহ্নিক আবর্তন মধ্যরাতে সুখ পুষ্প ফুটিয়ে তোলে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন